যদি পারো দুঃখ দাও – (কবিতার শেষ স্তবক)
– শক্তি চট্টোপাধ্যায়
যদি পারো দুঃখ দাও,
আমি দুঃখ পেতে ভালবাসি
দাও দুঃখ দুঃখ দাও –
আমি দুঃখ পেতে ভালবাসি।
ভালবাসি ফুলে কাঁটা,
ভালবাসি ভুলে মনস্তাপ-
ভালবাসি শুধু কূলে বসে থাকা পাথরের মতো
নদীতে অনেক জল, ভালবাসা,
নম্র নীল জল-ভয় করে ॥
Hurt if you can (last lines of the poem)
– Shakti Chattopadhyay
Hurt
I love welcoming heartache…
Hurt me, if you are able, I love
Welcoming heartache.
Hurt me, wound me, I love
Welcoming heartache.
Thorns in flowers, I love. Regret
In mistakes, I love—
Sitting like a shoreline rock,
I love.
The river is too deep. Love,
Soft, warm azure water—
I fear.